fbpx
আপনার ব্যবসার জন্য সেরা ডোমেইন ব্র্যান্ড নাম কিভাবে নির্বাচন করবেন?

আপনার ব্যবসার জন্য সেরা ডোমেইন ব্র্যান্ড নাম কিভাবে নির্বাচন করবেন?

আপনি যখন একটা ব্যবসা বা স্টার্টাপ শুরু করেন তখন সেটি একটি সদ্য ভুনিষ্ট সন্তানের মতই। আপনার সন্তান জন্মানোর যেমনি তার তার রাখতে হয় ঠিক তেমনি আপনার ব্যবসা বা স্টার্টআপ এর একটা নাম রাখা জরুরি। ঠিক তেমনি ব্যবসা অনলাইন বেস করলে একটা ইউনিক ডোমেইন নাম লাগবে যার মাধ্যমে খুব সহজেই ক্রেতাগন সহজে আপনার ব্যবসা সম্পর্কে অবগত হবে।

ব্যবসার জন্য সুন্দর একটি ডোমেইন নাম নির্বাচন করা খুব সহজ কাজ নয়। আপনার ব্যবসার জন্য সঠিক ডোমেইন নাম নির্বাচন করতে বেশ কিছু ব্যপার চিন্তা করতে হবে। ডোমেইন নির্বাচনের সময় অবশ্যই ছোট নাম রাখার চেষ্টা করবেন। বেশি বড় বা জটিল নাম হলে ভিজিটর রা ভুল্ভাবে লিখতে পারে। এতে ভিজিটর হারানোর ভয় থাকে।

আপনার ব্যবসার সাথে মিল রেখে সুন্দর নাম রাখতে হবে। এমন নাম রাখতে হবে যেটা উচ্চারনে সহজ। আপনার ব্যবসার নামের সাথে মিল থাকে। নাম অর্থপূর্ন হতে হবে। যদি গ্লোবাল ব্যবসা করেন তাহলে দেশি বিদেশি ভিজিটররা যাতে সহজে বুঝতে পারে সেরকম নাম পছন্দ করতে হবে। আর যদি লোকাল ব্যবসা করেন তখন বাংলা নাম ও পছন্দ করতে পারেন। আপনার ব্র্যান্ড নাম টা যেন অবশ্যই ডোমেইন নামের মধ্যে থাকে সেটা নিশ্বিত করবেন। ডোমেইন নাম যেন টা যেন প্রফেশনাল মনে হয়। তাছাড়া নাম টা ক্রেতা বা ইউজারদের কাছে সহজে গ্রহনযোগ্যতা পাবে না। ডোমেইন নামে সংখ্যা এবং হাইফেন পরিহার করাই ভাল।

নাম সহজ, সুন্দর এবং আকর্ষনীয় হওয়ার পাশাপাশি যাতে ক্রেতা বা ইউজার রা সহজে মনে রাখতে পারে সেরকম নাম পছন্দ করতে হবে। লোকাল ব্যবসার ক্ষেত্রেও ইংরেজি নাম আগে খোজা ভাল। ভাল নাম না পাওয়া গেলে তখন বাংলা নাম খুজতে পারেন। কারন বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি বাংলা নাম ব্যবহার করে। যেমন, আজকের ডিল, বাগডুম, প্রিয়শপ ইত্যাদি।

ভবিষ্যতে ঝামেলা মুক্ত থাকতে আগেই জেনে নিন আপনার পছন্দের নামে কারো ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক করা আছে নাকি ভাল ভাবে জেনে নিন। তাছাড়া লিগ্যাল ইস্যু হতে পারে।

আপনার ব্যবসার বা সার্ভিস চিন্তা করে ডোমেইন এক্সটেনশন নির্বাচন করুন। কিছু জনপ্রিয় এক্সটেনশন .Com, .Org, .Net, .biz, .Gov, .Edu, .Info । ব্যবসার জন্য সচারচর .Com ডোমেইন , সমাজ সেবামুলক কাজের জন্য .Org, ইন্টারনেট ব্যবসার জন্য . Net, সরকারি প্রতিষ্ঠানের জন্য .Gov, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .Edu ব্যবহৃত হয়।

অনেক সময় দেখা যায় আপনার ব্যবসার নামের ডোমেইন অন্য কেউ কিনে রাখছে। এমন হতে পারে কেউ ব্র্যান্ড নাম জন্য
কেউ কিনে রাখছে, সেটা বেশি মূল্যে বিক্রি করার জন্য। আবার এমন হতে আপনার পছন্দের নামে অন্য কেউ ব্যবসা করছে। আবার আপনি যে নাম টা পছন্দ করছেন সেটা অন্য কেউ পছন্দ করতে পারে। আর মানুষ এখন পছন্দের নামের ডোমেইন গুলো কিনে রাখছে। তাই আপনার পছন্দের ডোমেইন টি অন্য কেউ কিনে নেওয়ার আগেই আপনি কিনে রাখুন।

Chat with us