fbpx
ডট বিডি (.bd) ডোমেইন কি? কিভাবে কিনবেন ডট বিডি (.bd) ডোমেইন?

ডট বিডি (.bd) ডোমেইন কি? কিভাবে কিনবেন ডট বিডি (.bd) ডোমেইন?

আমরা সবাই কমবেশি ডটকম (.com) এক্সটেনশন এর ডোমেইন এর সাথে পরিচিত। ব্যবসায়ীক ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন কেনার সময় ডটকম (.com) এক্সটেনশন এর ডোমেইন কেনাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি কারন ডটকম (.com) এক্সটেনশন এর উৎপত্তি কমার্শিয়াল শব্দ থেকে এবং কমার্শিয়াল প্রতিষ্ঠানের জন্যই ডটকম (.com) এক্সটেনশন এর ডোমেইন বেশি নিবন্ধিত হয়। আর এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধিত ডোমেইন হলো ডটকম (.com) ডোমেইন।

এখন কথা হলো ব্যবসায়ীক ওয়েবসাইট বানানোর জন্য ডটকম (.com) এক্সটেনশন এর ডোমেইন না পেলে কি করব? ডটকম (.com) এক্সটেনশন এর ডোমাইন না পেলে কি ডটনেট (.net) এক্সটেনশন এর ডোমেইন নিব? কিন্তু ডটনেট (.net) এক্সটেনশন এর ডোমেইন তো ব্যবসার জন্য উপযোগী না, এটা দিয়ে তো নেটওয়ার্কিং বোঝায়। তাহলে কি (.org) নিবো? তাও হচ্ছে না কারন এটা ব্যবহৃত হয় অর্গানাইজেশন প্রতিষ্ঠানের এর জন্য। (.edu) বা (.info) দিয়েও হচ্ছে না।

তখন ডটকম (.com) এর বিকল্প হিসেবে ডট বিডি (.bd) ডোমেইন ব্যবহার করতে পারেন। এখন আমরা জানি ডট বিডি (.bd) কি? তার আগে চলুন জানি ডোমেইন এর প্রকারভেদ সম্পর্কে।

আর ডোমেইন ডোমেইন মুলত চার ধরনের। যেমনঃ

TLD = Top Level Domain

gTLD = Generic Top Level Domain

0SLD = Sub Level Domain

ccTLD = Country Code Top Level Domain

TLD = Top Level Domain:
ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারী প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং ইত্যাদি ওয়েবসাইট এর জন্য Top Level Domain ব্যবহৃত হয়।
যেমনঃ .com, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি।

gTLD = Generic Top Level Domain:
সেসকল ডোমেইন কোন দেশের সাথে সংশ্লিষ্ট না সেগুলোকে Generic Top Level Domain বলে।
যেমনঃ .com, .org, .edu, .gov, .info, .biz, .example ইত্যাদি।

0SLD = Sub Level Domain:
সাব ডোমেইন বলতে বোঝায় এমন একটি ডোমেইন যা অন্য একটি ডোমেইন এর অংশ। যেমনঃ arhostbd.com একটা ডোমেইন এবং clients.arhostbd.com একটি সাব ডোমেইন। এখানে clients. Sub Level Domain। একটা ডোমেইন এর একের অধিক Sub Level Domain থাকতে পারে।

ccTLD = Country Code Top Level Domain:
Country Code Top Level Domain বলতে বোঝায় কোন দেশের নিজস্ব ডোমেইন। যেটা দ্বারা কোন দেশ, সার্বভৌম রাষ্ট্র বা একটি দেশের কোডের সাথে চিহ্নিত অঞ্চল হিসাবে ব্যবহৃত হয়।
যেমন, .bd(Bangladesh), .us (America), .au (Australia), .is(Iceland) ইত্যাদি।

তাহলে এখন বুঝতেই পারছেন, ডট বিডি (.bd) Country Code Top Level Domain। ডট বিডি (.bd) বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানি লিমিটেড) ডোমেইন বিক্রি এবং নিয়ন্ত্রন করে থাকে। ব্যবসার জন্য যখন ডটকম (.com) এর বিকল্প হিসেবে ডট বিডি (.bd) ও বেশ জনপ্রিয়। আপনার পছন্দের নামের ডট বিডি (.bd) ডোমেইন টাও যদি কেউ কিনে ফেলে তখন আপনি আর এটাও কিনতে পারবেন না। অনেকে ডটকম (.com) এবং ডট বিডি (.bd) দুই এক্সটেনশন এর ডোমেইনই কিনে রাখে যাতে তার কোম্পানির নামে আরো কেউ ওয়েবসাইট না বানাই।

কিভাবে কিনবেন ডট বিডি ডোমেইন?
যেহেতু এটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স এর নিয়ন্ত্রণে তাই আপনি খুব সহজেই বিটিসিএল ওয়েবসাইট থেকে বিটিসিএল নিয়ম-কানুন মেনে যেসকল কাগজ-পত্র লাগবে প্রদান করে ডোমেইন কিনতে পারবেন। এটা শুরু তে দুই বছরের জন্য কিনতে হয়, দুই বছর পর থেকে এক বছরের জন্যও রিনিউ করতে পারবেন। দেশি যেসকল কোম্পানি ডোমেইন বিক্রি করে তাদের সহযোগিতাতেও কিনতে পারেন।

ডট বিডি (.bd) ডোমেইনের ফি:

নতুন রেজিস্ট্রেশন: ৳ ৭০০ প্রতি বছর
বার্ষিক নবায়ন ফি: ৳ ৭০০ প্রতি বছর
মালিকানা পরিবর্তন ফি: ৳ ১৫০০
মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের জন্য জরিমানা: ৳ ১০০০

যেভাবে ডট বিডি (.bd) ডোমেইনের ফি পরিশোধ করতে পারবেনঃ
আপনি যদি অফলাইন বা অনলাইনে, ডট বিডি (.bd) ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকেন। তাহলে যে কোন টেলিটক সংযোগ থেকে অথবা বিকাশ এর মাধ্যমে সহজেই ডোমেইন ফি প্রদান করতে পারবেন। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের রকেট সহ তাদের দেওয়া নির্ধারিত ব্যাংকের শাখা অফিসে গিয়ে দ্রুত সময়ের মধ্যে পেমেন্টের মাধ্যমে ডোমেইন ফি দেয়া যাবে।

Chat with us