fbpx
বাল্ক এসএমএস মার্কেটিং করে কিভাবে ব্যবসার পরিধি বাড়ানো যায়?

বাল্ক এসএমএস মার্কেটিং করে কিভাবে ব্যবসার পরিধি বাড়ানো যায়?

বাল্ক এসএমএস এর মাধ্যমে আপনি আপনার ক্রেতা বা গ্রাহক এর কাছে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে মেসেজ পাঠাতে পারেন। আপনার নতুন পণ্য বা সার্ভিস এর অফার পাঠাতে পারেন। লক্ষ্য করলে দেখবেন, আমাদের মোবাইলে মাঝে মাঝে মেসেজ আসে GP Offer, GP Info, BL Offer, Flexiload, Bkash ইত্যাদি নাম থেকে। কিন্তু আমাদের মোবাইলে এই নাম গুলো সেভ করা থাকে না। আবার মাঝে মাঝে বিভিন্ন শর্ট কোড থেকে মেসেজ আসে যেমন 2400, 7777, 9999 । আপনার মোবাইলে এই নাম গুলো সেভ না থাকার পরেও এই সব নাম থেকে মেসেজ আসে। ঠিক তেমনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নামেও আপনার গ্রাহক দের কাছে মেসেজ পাঠানো সম্ভব।

বাল্ক এসএমএস এর কিছু উপকারিতাঃ
১। আপনার পণ্যের/সার্ভিসের অফার পাঠাতে পারবেন। কোম্পানির প্রচারমূলক মেসেজ পাঠাতে পারেন।
২। পরিসেবা মূলক প্রতিষ্ঠান গুলো সর্বশেষ তথ্য জানাতে পারেন।
৩। ব্যাংক গুলো অফার বা প্রমোশন বা জরুরি নোটিস পাঠাতে পারেন।
৫। কুরিয়ার সার্ভিস কোম্পানি গুলো নানা রকম আপডেট দিতে পারে যেমন পার্সেল রিসিভ, ডেলিভারি ইত্যাদি।
৬। বুকিং, এয়ার, হোটেল-রিসোর্ট, ট্রাভেল কোম্পানি গুলো বুকিং কনফার্মেশন, কেনসেল, শিডিউল পরিবর্তন, ট্রুরের তারিখ রেমাইন্ডার, বিলের তথ্য ইত্যাদি মেসেজ পাঠাতে পারে।
৭। হাসপাতাল ও ডায়াগনিষ্ট সেন্টার গুলো জরুরি সতর্কতা/ রিপোর্ট ডেলিভারির তথ্য পাঠাতে পারে।
৮। স্কুল-কলেজ সন্তান স্কুলে উপস্থিত না থাকলে বাবা মাকে তথ্য পাঠাতে পারে।
৯। নববর্ষ, ঈদ, পুজার শুভেচ্ছা পাঠাতে পারেন।

এরকম আরো অনেক ভাবে বাল্ক এসএমএস এর মাধ্যমে আপনার ব্যবসা কে এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে একটি কথা বাল্ক এস এম এস সার্ভিস যেন আমাদের ব্যবসার প্রচার, উন্নয়ন, সমাজ বা দেশের উন্নয়নে ব্যবহৃত হয়। কোন অপরাধ মূলক কাজে ব্যবহার আমাদের কারোর ই কাম্য নয়।

ওয়েবসাইট কন্ট্রোল প্যানেল সাথে ইউজার আর পাসওয়ার্ড এবং ইউজার গাইড দিবে যেখান থেকে আপনি বাল্ক এসএমএস সার্ভিস নিবেন।

Chat with us