fbpx
অনলাইন ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইট কেন প্রয়োজন

অনলাইন ব্যবসার জন্য ই-কমার্স ওয়েবসাইট কেন প্রয়োজন

আপনার ব্যবসাকে সহজে সবার কাছে পৌছে দেওয়ার সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আপনার পন্যের বা সার্ভিসের বিস্তারিত খুব সহজেই আপনি অন্যের কাছে তুলে ধরতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আপনার ব্যবসার পরিধি প্রসারন এবং ব্যবসার উন্নতিতে ওয়েবসাইট এর গুরুক্ত অবর্ননীয়।

ফেসবুক পেজ ব্যবসার একটা অন্যতম মাধ্যম আমাদের দেশে। একটা ফেসবুক পেজ খুলেই অনেকে ব্যবসা শুরু করে দেয়। একটা ফেসবুক পেজ থাকলেই মনে করে তা ব্যবসার জন্য যথেষ্ট। কিন্তু একটা ফেসবুক পেজ কখনোই একটা ব্যবসাকে নিজস্ব পরিচয়ে পরিচিতি দিতে সক্ষম না। এই কারনে আপনার অনলাইন ভিত্তিক ব্যবসার জন্য প্রয়োজন একটা ই-কমার্স ওয়েবসাইট।

অনলাইন ভিত্তিক ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন?

অটোমেটেড ব্যবসাঃ বর্তমান সময়ে বলতে গেলে সব ব্যবসার অটোমেটেড। ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে আপনার ব্যবসা হবে সম্পূর্ন অটোমেটেড। ফেসবুক পেজের মাধ্যমে মানুয়্যাল ব্যবসা পরিচালনা ব্যবসার প্রসারের জন্য বড় প্রতিবন্ধকতা। একজন ক্রেতার পণ্য দেখা, পণ্য ক্রয় করা, পেমেন্ট করা এবং বিক্রেতার পণ্যের স্টক ম্যানেজ করা, বিক্রিত পণ্যের হিসাব নিকাশ সবই অটোমেটেড হবে একটা ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে।

ব্যবসার প্রসারঃ এখন ইন্টারনেটের যুগ। মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে জয় করেছে। একটি ওয়েবসাইট বানিয়ে আপনি খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে তা ছড়িয়ে দিতে পারেন বিশ্বব্যাপী।

সহজ বিজ্ঞাপনঃ আপনার পন্যের বা সার্ভিসের বিজ্ঞাপনের সহজ মাধ্যম ওয়েবসাইট। আপনি খুব সহজে আপনার পন্যের বা সার্ভিসের বিস্তারিত ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে পারবেন। এর মাধমে খুব সহজেই আপনার পন্য বা সার্ভিস সম্পর্কে মানুষ অবহিত হবে।

নিজস্ব ব্র্যান্ড তৈরী করাঃ একটা ওয়েবসাইটই পারে বিশাল এর ইন্টারনেটের জগতে আপনাকে একটা নিজস্ব পরিচয় দিতে এবং আপনার ব্যবসাকে ব্র্যান্ড হিসেবে পরিচিতি দিতে। লক্ষ লক্ষ ফেসবুক পেজের ভীড়ে আপনি কখনোই ফেসবুক পেজের মাধ্যমে নিজের নিজস্ব পরিচিতি তৈরী করতে পারবেন না। দারাজ, চালডাল ওয়েবসাইটের মাধ্যমেই নিজেদের প্রতিষ্টিত করেছে। ফেসবুক পেজ বা অন্য সোসিয়াল মিডিয়া গুলো প্রমোশনের মাধ্যম হিসেবে ব্যবহার করে।

সহজে পণ্যর বিস্তারিত প্রদর্শনঃ ফেসবুজ পেজের মাধ্যমে খুব সহজে সব পণ্য তুলে ধরা সম্ভব নয়। আর ফেসবুক পেজে স্ক্রোল করে করে পছন্দের পণ্য খুজে বের করা খুবই বিরক্তিকর। ওয়েরসাইটের মাধ্যমে আপনার পন্যের ছবি এবং মূল্য প্রকাশ করতে পারেন। এই ক্ষেত্রে কাস্টমার আপনার পন্য এবং পন্যের দাম সম্পর্কে অবগত থাকবে।

ব্যবসাকে আদর্শ রূপ দেওয়াঃ ব্যবসা ছোট পরিসরে অথবা বড় পরিসরে যেভাবেই শুরু করেন না কেন, আপনার ব্যবসায়ের জন্য ওয়েবসাইট অপরিহার্য। আপনার ব্যবসাকে একটি আদর্শ রূপ দিতে এবং একটি ব্যান্ডে পরিনত করতে ওয়েবসাইট খুবই গুরুক্তপূর্ন।

Chat with us