fbpx
একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেন একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত?

একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেন একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত?

আমি যদি একজন ফ্রিল্যান্সার হতে চাই তাহলে কি আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা জরুরী? আপওয়ার্ক এবং ফাইভারে প্রোফাইল থাকা অবস্থায় ফ্রিল্যান্সার হিসেবে আমার পোর্টফোলিও ওয়েবসাইট থাকা কি গুরুত্বপূর্ণ? এই জাতীয় কিছু প্রশ্ন সচারচর শুনে থাকি। আসুন জানি, ফ্রিল্যান্সার হিসেবে পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত কিনা।

ক্লায়েন্টদের আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার একটি ওভারভিউ দেখানোর জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা অপরিহার্য। আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে অনেক সুবিধা রয়েছে। নিম্নে কিছু তুলে ধরা হলোঃ

এক জায়গায় আপনার সমস্ত কাজ শোকেস করাঃ
আপনি যখন ক্লাইন্ট এর সাথে প্রোজেক্ট নিয়ে কথা বলেন, ক্লাইন্ট আপনার কাজের নমুনা দেখতে চাই। তখন আপনাকে পৃথক পৃথক মার্কেটপ্লেস এর লিঙ্ক পাঠাতে হয়। অথবা প্রজেক্ট গুলোর লিঙ্ক আলাদা ভাবে পাঠাতে হয়। কিন্তু আপনি আপনার সব কাজের নমুনা গুলো এক জায়গাতে দেখাতে পারবেন নিজের ওয়েবসাইট এর মাধ্যমে। আর ওয়েবসাইট আপডেট রাখার মাধ্যমে সহজেই সাম্প্রতিক সময়ের কাজের নমুনা গুলোও দেখাতে পারবেন। কাজের নমুনা গুলো ক্যাটেগরি করে রাখলে সহজেই ক্লাইন্ট যে ক্যাটেগরির কাজ করাবে সেই ক্যাটেগরির কাজের নমুনা গুলো দেখাতে পারবেন।

ARHOST WEB DEVELOPMENT PACKAGES

নিজের বিশ্বাসযোগ্যতা আরো বাড়ানোঃ
আপনার ওয়েবসাইট কে আপনার কথা বলতে দিন। সচারচর ক্লাইন্ট মিটিং এর সময় জানতে চাই আপনি কি কাজে দক্ষ বা আপনার ব্যাপারে বিস্তারিত। যখন ওয়েবসাইটে আপনার ব্যাপারে বিস্তারিত উল্লেখিত থাকে তখন আর আপনাকে নিজের ব্যাপারে বলতে হয়না। ওয়েবসাইট নিজেই আপনার কথা বলে দেয়। ওয়েবসাইটে অবশ্যই পোর্টফোলিও এর পাশাপাশি নিজের ব্যাপারে বিস্তারিত, আপনার দক্ষতা গুলো তালিকাভুক্তি, ক্লাইন্টদের থেকে পাওয়া প্রশংসা গুলো উল্লেখ করবেন। যাতে ক্লাইন্টরা সহজেই বুঝতে পারে আপনি কি করতে সক্ষম। ফলে ক্লাইন্টদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা আরো বেড়ে যাবে।

সরাসরি ক্লায়েন্ট পাওয়াঃ
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে ক্লায়েন্ট পাওয়ার প্রতিযোগিতাটি সত্যিই কঠিন। তাছাড়াও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো আপনার উপার্জন থেকে ভালো পরিমানে ফি কেটে নেয়। ক্লাইন্ট যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করে আর বলে, আরে মিলন (আপনার নাম উল্লেখ করে) আপনাকে গুগলে পেয়েছি, আপনি যদি আমাদের কাজটি করেন আশা করি এটি দুর্দান্ত হবে।

Chat with us